কেশবপুরে বোরো ধান-চাল ক্রয়ের উদ্বোধন

অলিয়ার রহমান | প্রকাশিত: ৯ মে ২০২৩ ০৪:৪৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ৯ মে ২০২৩ ০৪:৪৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে সোমবার বিকেলে ওই ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম শামীম হাসানের সভাপতিত্বে করেন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিল মন্ডল, কারিগরি খাদ্য পরিদর্শক ফারহানা শারমিন, সহকারি উপখাদ্য পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।
এ মৌসুমে কৃষকের কাছ থেকে বোরো ধান ১ হাজার ২১৮ মেট্রিক টন ও চাল ৩৩৪ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ও প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে নেওয়া হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত খাদ্য গুদামে ধান-চাল ক্রয় করা হবে। #




আপনার মূল্যবান মতামত দিন: