কেশবপুরে সাবেক কাউন্সিলর ফজলুর রহমানের ইন্তেকাল

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩ ০৭:০৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩ ০৭:০৫

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান ,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ফজলুর রহমান খান (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার ভোরে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসর বাদ নামাজে জানাজা শেষে উপজেলার ভবানীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। ফজলুর রহমান খান কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুই বার কাউন্সিলর ও একবার সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। তিনি প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাংবাদিক নূরুল ইসলাম খানের মেঝো ভাই। ফজলুর রহমান খান এলাকায় মেঝো ভাই হিসেবে পরিচিত ছিলেন।
ফজলুর রহমান খানের মৃত্যুর খবর শুনে তার ভবানীপুরের বাড়িতে হাজির হন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী প্রমুখ।#




আপনার মূল্যবান মতামত দিন: