কেশবপুরে চিত্রাংকন উৎসবের পুরস্কার বিতরণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে চিত্রাংকন উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সাংস্কৃতিক সংগঠন উল্লাসের উদ্যোগে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই পুরস্কার বিতরণ করা হয়।
উল্লাসের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী অধ্যাপক লেখক তাপস মজুমদার, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, চারুপীঠ একাডেমির সহসভাপতি সাহা বৈদ্যনাথ ও শিক্ষক শংকর দাস। স্বাগত বক্তব্য দেন চিত্রাংকন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মৌসুমী মজুমদার। আলোচনার পরে চিত্রাংকন উৎসবে তিনটি বিভাগে বিজয়ী ৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।#




আপনার মূল্যবান মতামত দিন: