মনিরামপুরে আধুনিক পাঞ্জাবীর রূপকার রেজাউল বাঁচতে চায়

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৮

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৮

ফাইল ফটো।

যশোরের মণিরামপুরে আধুনিক ডিজাইনের পাঞ্জাবী নির্মানের রুপকার রেজাউল ইসলাম মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল সম্পত্তি বিক্রি করে তাকে ব্যয়বহুল চিকিৎসা করানো হচ্ছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে তাকে আরো ১২ টি কেমোথেরাপি সহ উন্নত চিকিৎসা সম্পন্ন করতে হবে। আর এ জন্য তার এখন প্রয়োজন প্রায় ১০ লাখ টাকার। কিন্তু অর্থাভাবে বর্তমান তার চিকিৎসা বন্ধ রয়েছে। অন্যদিকে তিন সন্তানের লেখাপড়াও প্রায় বন্ধ হবার উপক্রম। ফলে রেজাউল ইসলাম নিজবাড়িতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুযাত্রী হিসেবে প্রহর গুনছেন। ফলে জীবন বাঁচাতে তিনি চিকিৎসার জন্য দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আকুতি জানিয়েছেন অর্থনৈতিক সহযোগীতার জন্য। জানাযায়, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত গোলাম কাদের বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম(৫৮) নব্বই দশকে দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে পাঞ্জাবী তৈরীর জ্ঞান লব্ধ করেন। অনেক অভিজ্ঞতা অর্জনের পর তিনি মনিরামপুর বাজারে গড়ে তোলেন মক্কা টেইলার্স নামে একটি প্রতিষ্ঠান। খুব স্বল্প সময়ের মধ্যে তিনি এলাকায় আধুনিক ডিজাইনের পাঞ্জাবী তৈরীর রুপকার(মাষ্টার) হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তার সুখ্যাতি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোটা বেতনে চাকুরির প্রস্তাব পেয়ে তিন ছেলে সন্তানের জনক রেজাউল ইসলাম সৌদি আরবে পাড়ি জমান। ১৭ বছর পর তিনি ২০১৭ সালে দেশে চলে আসেন। পরে তিনি মণিরামপুর পৌরশহরে পাঁচ শতক জমি ক্রয় করে আবার নতুন করে ব্যবসা শুরু করেন। কিন্তু বিধিবাম। ২০২১ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি(মলদ্বারে) ক্যান্সারে আক্রান্ত হন। সেই থেকে দেশের নামকরা সব বিশষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আর এ চিকিৎসার ব্যয় বহনের জন্য তার প্রিয় ব্যবসা প্রতিষ্ঠান, পৌরশহরের জমি ছাড়াও পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। কিন্তু রেজাউল এখনও সুস্থ হয়নি। রেজাউলের স্ত্রী সাজেদা বেগম জানান, ঢাকা মহাখালির ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাগর পরামর্শ দিয়েছেন তার স্বামীকে সুস্থ্য করতে ১২ টি ক্যামোথেরাপিসহ উন্নত চিকিৎসার প্রয়োজন । আর এ জন্য ব্যয় হবে ১০ লাখ টাকার। কিন্তু এতো টাকা এখন রেজাউলের পক্ষে যোগাড় করা অসম্ভব। তার ওপর তিন ছেলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। ফলে অর্থাভাবে একদিকে তার চিকিৎসা বন্ধ রয়েছে , অন্যদিকে তার তিন সন্তানের লেখাপড়াও প্রায় বন্ধ হবার উপক্রম। ফলে জীবন বাঁচাতে তিনি চিকিৎসার জন্য দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আকুতি জানিয়েছেন অর্থনৈতিক সহযোগীতার জন্য। সাহায্য পাঠানোর ঠিকানা চলতি হিসাব নম্বর- ০২০০০১২১২৮৮৩৬, অগ্রণী ব্যাংক লি: মনিরামপুর শাখা যশোর। বিকাশ নম্বর- ০১৭১৫-১৬৮৫২৯।




আপনার মূল্যবান মতামত দিন: