কেশবপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক অসীম

অলিয়ার রহমান | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ০১:১২

অলিয়ার রহমান
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ০১:১২

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পঙ্কজ কুমার দাসকে সভাপতি ও অসীম ভট্টাচাযর্যকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া সাংবাদিক তন্ময় মিত্র বাপি ও প্রদীপ সিংহকে সহসভাপতি, রাম গাঁঙ্গুলীকে যুগ্ম সাধারণ সম্পাদক, তুহিন চক্রবর্ত্তীকে সাংগঠনিক সম্পাদক ও জন মিকাইল বিশ্বাসকে দপ্তর সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের কেশবপুর শাখার আহ্বায়ক পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য জোসেফ সুধীন মন্ডল। প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার দত্ত। সম্মেলন উদ্বোধন সংগঠনের যশোর জেলার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলার সহসভাপতি যোগেশ চন্দ্র পাল, রবিনসন আর বিশ্বাস, অসীম কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক তিমির ঘোষ জয়, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। #




আপনার মূল্যবান মতামত দিন: