কেশবপুরে প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

অলিয়ার রহমান | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ১৯:২৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩ ১৯:২৫

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রভাত কুমার রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু।
এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের আলোকে শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী ব্যাচে ৩০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ৪ অক্টোবর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে। উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৮১০ জন শিক্ষক এ প্রশিক্ষণ পাবেন। #




আপনার মূল্যবান মতামত দিন: