কেশবপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়নের বিষয়ে মতবিনিময়

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ০০:২৫

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ০০:২৫

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেল্টাপ্ল্যান-২১০০ এর অন্তর্ভুক্ত কেশবপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়নের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভা মিলনায়তনে নেদারল্যান্ড সরকারের অর্থ সহায়তায় আরবান ডেমোনেষ্টেটরস প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলটেক কনসালটেন্ট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র রফিকুল ইসমলাম। প্রধান অতিথির বক্তব্য দেন নেদারল্যান্ডের আই.এইচ.ই ডেল্ফট এর প্রফেসর ক্রিস জেভেনর্বাগেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আই.এইচ.ই ডেল্ফট এর ডা: কি জো টোন। বক্তব্য দেন, এসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামি. ডব্লিউ. চৌধুরী, স্থপতি হাবিব রহমতুল্লাহ, স্থপতি সাকিব রনি, সিইজিআইএসের পরিকল্পনাবিদ ডা: ফারহানা আহমেদ, অনিন্দ্য বণিক, সৈয়দ সোহেল আলী ও তাসফিয়া দ্যূতি। এরপর কেশবপুর পৌরসভার জন্য প্রস্তুতকৃত ডেল্টাপ্ল্যান প্রজেক্টরের মাধ্যমে সভায় উপস্থাপন করেন সিইজিআইএসের পরিকল্পনাবিদ ডা: ফারহানা আহমেদ, ও এসিএলের স্থপতি হাবিব রহমতুল্লাহ। এ বিষয়ে মত বিনিময়ে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, দুলাল চন্দ্র সাহা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি মোতাহার হোসাইন, সাংবাদিক দিলীপ মোদক প্রমুখ। এ সময় পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম, সচিব মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আলী হায়দারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ পৌরসভার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।#




আপনার মূল্যবান মতামত দিন: