কেশবপুরে যুবদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

অলিয়ার রহমান | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ০০:৫৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ০০:৫৯

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ড এবং স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক দিনের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন যুব প্রশিক্ষণ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার। #




আপনার মূল্যবান মতামত দিন: