মণিরামপুর প্রতিনিধি।। আজ দুপুরে ১টার সময় মণিরামপুর প্রেসক্লাবে যশোর- ৫, মণিরামপুরে নিম্ন বর্ণের হিন্দুদের মতুয়া বান্ধব প্রার্থীর নৌকার মনোনয়নের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা জানান আমরা মণিরামপুরের নিম্ন বর্ণের হিন্দুরা গত এক যুগ ধরে বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত। অনেক হিন্দুর বাড়ীঘর জ্বালাও পোড়াও এবং ভাংচুর হয়েছে। মণিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী রতন পালের ভাই পরিমল, প্রভাষক উদয় শংকরসহ আরও হত্যাকান্ড ঘটেছে। হিন্দু বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। হরিদাসকাঠি কুলটিয়া ইউনিয়নে বলরামের ১৮ শত বিঘা ঘের মন্ত্রী পুত্র জবরদখল করে মাছ লুটপাট করে মারধর করে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে এবং আমাদের হিন্দুদের ভেতরে আতংক সৃষ্টি করেছে। এ কারণে মণিরামপুর বাজারের সবথেকে বড় ব্যবসায়ী রতন পাল সহ শত শত হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। এছাড়া মণিরামপুরের সব থেকে বড় পূজা শারদীয় দূর্গা উৎসবে হাজিরহাটে গতবছর বাধা প্রদান করা হয়েছে। এছাড়া গত ১৩ ই নভেম্বর ২০২৩ ইং খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভায় যাওয়ার পথে মন্ত্রী পুত্র কর্তৃক সন্তাসী বাহিনী দ্বারা দলের কর্মীদের যেতে বাধা প্রদান, মাথা ফাটানোসহ হত্যাচেষ্টা এবং অসংখ্য কর্মীকে মারধোর ও গাড়ী চালকের মাথা ফাটানো ও গাড়ী ভাংচুর করায় মহিলা নেত্রী বাসন্তীরাণী প্রতিবাদ করাতে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নিম্নবর্ণের হিন্দুরা কেন এত অত্যাচারিত হব। বর্তমান যিনি আছেন স্বপন ভট্টাচার্য উনি আমাদের কোনো দেখভাল করেননি। এবং সুষ্ঠু বিচারও করেননি। শুধুমাত্র আমরা নিম্নবর্ণের হিন্দু এ কারণে। আমাদেরকে যারা দেখভাল করবে, নিরাপত্তা প্রদান করবে এবং বাংলাদেশে সুষ্ঠুভাবে বসবাস করার নিশ্চয়তা দিবে এমন জনপ্রতিনিধি কে আমরা চাই।
আপনার মূল্যবান মতামত দিন: