মাগুরায় সিনেমাটিক পদ্ধতিতে দিনে দুপুরে চুরি

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩ ২১:৪৫

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩ ২১:৪৫

ফাইল ফটো।

মিজানুর রহমান মাগুরা প্রতিনিধি।। মাগুরা ইছাখাদা তালতলা আর এফ এল ডিপোর বিপরীত পাশে একটি ফার্মেসি ও মুদির দোকানে চিনেমাটিক পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে। ১-১২-২০২৩ (শুক্রবার) আনুমানিক দুপুর একটা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী হলেন মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের মোহাম্মদ জুয়েল রানা পিতা মোঃ লুৎফার রহমান আলম,ভুক্তভোগী মোহাম্মদ জুয়েল রানার বক্তব্য অনুযায়ী জানাযায় তিনি শুক্রবার বেলা ১২:৩০ মিনিটে জুম্মার নামাজের জন্য দোকান বন্ধ করে বাসায় গেলে নামাজ শেষ করে বেলা ৩:৩০ দোকানে এলে দোকান খুলে ক্যাশে দেখতে পান ক্যাশে কোন টাকা নাই তখন তিনি বুঝতে পারেন চুরি হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে জানতে চাইলে তিনি বলেন আমি নামাযে যাবার পরপরই এ চুরির ঘটনাটি ঘটেছে, আমি এসে দেখলাম আমার দোকানের টিনের চালা ও সিলিং খুলে চোর ভিতরে প্রবেশ করেছে এবং ঢোকার সময় সকল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও সিসি ক্যামেরা সকল তার বিচ্ছিন্ন করে। পরে প্রায় 5 লক্ষ টাকা চুরি করে নিয়ে যাই। আমি তখন কিছু বুঝে উঠতে না পেরে এস আই ফয়জুল্লাহ স্যার কে খবর দিলে তিনি আসেন এবং ঘটনাটি তদন্ত করেন ।পরে তিনি বলেন অবশ্যই এই ঘটনাটি পুরাই ন্যাক্কারজনক ঘটনা এই ঘটনাটির সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে যতক্ষণ পর্যন্ত এই চোর চক্রকে ধরতে না পারবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই ঘটনাটি কেন্দ্র করে ভুক্তভোগী মো: জুয়েল রানা মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: