কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ-সার বিতরণের উদ্বোধন

অলিয়ার রহমান | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩ ২০:৩৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩ ২০:৩৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে উফশী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস হলরুমে ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে উফশী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার জন কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার হচ্ছে। এছাড়া ৩ হাজার ২০০ জন কৃষককে দেওয়া হচ্ছে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ।




আপনার মূল্যবান মতামত দিন: