কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সভা

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২৩:৫৩

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২৩:৫৩

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় নাগরিক উদ্যোগ এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও উপজেলা ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। #




আপনার মূল্যবান মতামত দিন: