কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে শিক্ষকদের নিয়ে সেমিনার

অলিয়ার রহমান | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৪৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৪৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে শিক্ষকদের নিয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান। বক্তব্য দেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৈয়দ ওয়াসেক মোঃ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের কেশবপুর শাখার ব্যবস্থাপক জি এম মোস্তফা মনোয়ার। অনুষ্ঠানে শিক্ষকদের ব্যাগ, কলম, ক্যাপসহ বিভিন্ন উপকরণ ও পুরষ্কার দেওয়া হয়।#




আপনার মূল্যবান মতামত দিন: