
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী, এতিম, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহকারী অধ্যাপক এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নুর আল আহসান বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার। #

আপনার মূল্যবান মতামত দিন: