বড় বিজয়ের জন্য আন্দোলনে ত্যাগ স্বীকার করা আহবান - ইফতার মাহফিলে যুবদল নেতৃবৃন্দ

সেলিম চৌধুরি, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪ ২০:১৮

সেলিম চৌধুরি, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪ ২০:১৮

দৈনিক সমসাময়িক ফটো।।

বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা হয়রানি মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপি'র আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম সমর্থিত পটিয়া পৌরসভা যুবদলের উদ্যােগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৭ ই এপ্রিল রবিবার বিকেলে একটি পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল এর সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপি'র আহবায়ক সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর,
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন,
বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফায়েজ পৌর বিএনপি যুগ্ন আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক আবুল কাসেম, যুগ্ম আহবায়ক আব্দুল মাবুব, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলামচেয়ারম্যান, পটিয়া উপজেলা পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন
যুবদল নেতা আজিজুল ইসলাম, আবছার উদ্দীন, ইয়াছিন আরফাত,ওয়াহিদুল আলম পিপলু,মামুনুর রশিদ মামুন,নুরুল হাকিম, আক্তারুজ্জামান বাবলু,জালালুদ্দিন ছোটন,ওমর ফারুক, মহিউদ্দিন ফারুক টিংকু, রাজ পারভেজ,বেলাল উদ্দিন,হারুনুর রশিদ দুলাল,রবিউল হাসান সৌরভ, আলমগীর বাবু,হিজবুল বাহার সিদ্দিক, জসিম উদ্দিন তালুকদার, আনুয়ার হোসেন প্রমুখ। সভায় বিএনপি'র নেতৃবৃন্দ বলেন, শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয়নি। প্রতিটি বড় বিজয়ের জন্য কঠোর আন্দোলনের ত্যাগ স্বীকার করতে হয়।
এ আন্দোলন জাতিকে রক্ষার আন্দোলন।
এ আন্দোলন কেবল বিএনপির একার নয়, এটি জাতিকে রক্ষার আন্দোলন। যারা জোর করে ক্ষমতায় আছে, সেই দখলদার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন।

রাজনীতিবিদদের জন্য জেলখানা সেকেন্ড হোম। এতে দুশ্চিন্তার কিছু নেই। গনতান্ত্রিক সরকার প্রতিষ্টার আন্দোলন চালিয়ে যেতে হবে সুশাসন ফিরিয়ে আনতে হবে।




আপনার মূল্যবান মতামত দিন: