মনিরামপুর প্রতিনিধি।। যশোরের মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান।
সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বঅহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু আব্দুল্লাহ বায়েজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান পান্না, বাবুল আকতার, প্রেসক্লাবের সহসভাপতি ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায়, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন জাকির, উৎপল বিশ্বাস, আব্বাস উদ্দিন ও সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। এর আগে ইউএনও সহ আমন্ত্রিত অতিথিরা প্রেসক্লাবে আসলে তাদেরকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় মনিরামপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যাকবলিত এলাকার দূরাবস্থা, পৌর শহরের যানজট নিরসন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: