মণিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি ব্যাসিক প্রশিক্ষণ সমাপ্ত

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৫ ১৯:১৮

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৫ ১৯:১৮

ছবি-দৈনিক সমসাময়িক নিউজ।

মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে ১৫ দিনব্যাপী আইসিটি ব্যাসিক প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষনার্থী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) মণিরামপুর কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরের ১ম ব্যাচে ১৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ২৪ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ গ্রহণ শেষে রোববার সকাল ১১টায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের হলরুমে সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও প্রশিক্ষনার্থী শিক্ষক-শিক্ষিকাদের হাতে সনদ তুলে দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন খান। প্রশিক্ষনার্থী সহাকারী শিক্ষক মেহেদী হাসান জুপিটারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রশিক্ষক এস,এম মজনুর রহমান, প্রশিক্ষনার্থী সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান, সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা। উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার জি,এম ইসরাফীল ইসলাম, প্রশিক্ষন বিবেকান্দ বিশ^াস, সাংবাদিক সহকারী অধ্যাপক নূরুল হক, প্রশিক্ষনার্থী শিক্ষক আবুল কালাম আজাদ, আকরাম হোসেন, উপজেলা ব্যানবেইস অফিসের কম্পিউটার অপারেটর সুকান্ত মন্ডল প্রমূখ।




আপনার মূল্যবান মতামত দিন: