মণিরামপুর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম

সমসাময়িক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫ ০০:১২

সমসাময়িক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫ ০০:১২

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

মণিরামপুর প্রতিনিধি।। যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর পাবলিক লাইব্রেরির বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রম পরিদর্শন করেন। পুর্ব নির্ধারিত সুচী অনুযায়ী মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা ও তারুন্যের উৎসব অনুষ্ঠানের সমাপ্তি দিনে আলোচনাসভাদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান ও উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি মণিরামপুর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। তিনি লাইব্রেরি পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন এবং লাইব্রেরি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, লাইব্রেরির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নূরুল হক, লাইব্রেরির আজীবন সদস্য ও মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুহিবুল্লাহ, লাইব্রেরির সাংস্কৃতিক সম্পাদক টি,এম সায়ফুল আলম, লাইব্রেরির তত্ত্বাবধায়ক জমির উদ্দীন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলের হাসাইন ইকবাল সানী, তাসমীম হাসান বর্ষাসহ প্রমূখ।




আপনার মূল্যবান মতামত দিন: