
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে নবগঠিত ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার রহমান।
শামিম রহমানের সভাপতিত্বে এবং মিলন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসী বসু, সম্পাদক রবিউল ইসলাম মিঠু, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, কেশবপুর উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি জিএম হাসান। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য শামিম রহমানকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক ও হেলাল উদ্দিন সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্যের মনিরামপুর উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি গঠন করা হয়। এ ছাড়াও সমিতির উপদেষ্টা করা হয় প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসী বসু ও সম্পাদক রবিউল ইসলাম মিঠুকে।

আপনার মূল্যবান মতামত দিন: