মনিরামপুর প্রতিনিধি।। বুধবার যশোরের মনিরামপুর ২৬ নভেম্বর, ২০২৫ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে মণিরামপুর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
আজ বুধবার সকাল সাড়ে ১২ টায় পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে অবস্থিত অফিস প্রাঙ্গণে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা ও প্রাণী প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি সার্জন ডা. মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ সিদ্দিকুর রহমান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, ভূমি অফিসার মোঃ মাসুদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহানাজ।
আপনার মূল্যবান মতামত দিন: