টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ০৬:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ০৬:২৬

ছবি সমসাময়িক
  মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার।। গত কাল শনিবার (১৪ নভেম্বর) সকালে টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোডে এস.পি.এম ডিজাইন লিমিটেডের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন। জানা যায়, শনিবার সকালে কারখানার শ্রমিকরা তাদের কাজে যোগদান করতে গেলে কারখানায় মূল ফটকের সামনে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকদের মাঝে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরে তারা কারখানার সামনে বসে বিক্ষোভ করে। এতে উক্ত রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে টঙ্গীর শিল্প পুলিশ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানায় কর্মরত শ্রমিকদের জানান, ইটালিয়ান এবং শ্রীলংকান দুজন নাগরিকের যৌথ মালিকানায় কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছিলো। গত ১৭ ই সেপ্টেম্বর হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ তাদের ম্যানুয়াল নিটিং সেকশন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরেও শ্রমিকরা প্রতিদিন কারখানায় হাজিরা দিয়ে আসছিলো কিন্তু ১২ ই নভেম্বর কারখানা কর্তৃপক্ষ মূল ফটকের সামনে তাদের পাওনাদি পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষনা দিয়ে নোটিশ টানিয়ে দেয়। তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষের কাছে এখনোও দুই মাসের বেতন পাওনা রয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, ”সকালে ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আগামী ২১ তারিখে তাদের সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে আমাদের জানান, পরে শ্রমিকদের বিষয়টি জানালে তারা তা মেনে নিয়ে স্থান ত্যাগ করে।”


আপনার মূল্যবান মতামত দিন: