অবশেষে ৩দিন পর অপহৃত তালার আইনজীবি আবু হেনা মোস্তফা কামাল উদ্ধার, আটক-৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২০

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ)।। অবশেষে শ্বাসরুদ্ধকর অভিযানে ৩দিন পর অপহৃত সাতক্ষীরা তালার আইনজীবি আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধারসহ ৫ অপহরন কারীদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই যশোর ও বাংলাদেশ পুলিশ অভয় নগর থানার পুলিশ। অপহৃত আইনজীবি আবু হেনা মোস্তফা কামাল তালা সদর ইউনিয়নে বারুইহাটি গ্রামের সিনিয়র সাংবাদিক আব্দুল হাকিম এর পুত্র। ঘটনার বিবরনে তালা উপজেলার তালা সদর ইউনিয়নে বারুইহাটি গ্রামের মোঃ আব্দুল হাকিম এর বড় কন্যা নাহিদা আক্তার রত্না(৩০) জানান, আমার ভাই বাংলাদেশ সুপ্রিমকোট বার এসোসিয়াশান এর সদস্য এড, আবু হেনা মোস্তফা কামাল এর বিবাহের জন্য পারিবারিকভাবে আশাশুনি উপজেলার প্রফেসার হারুন অর রশিদের কন্যা অনার্স ১ম বর্ষের ছাত্রী রাবেয়া সুলতানার সহিত বিবাহের কথা হয়। প্রথমে তার নানার বাড়ী গদায়পুর হাবিব নগরে মেয়েকে দেখতে যায়। মেয়ে আমাদের পছন্দ হয়। সেই মোতাবেক পাত্রী রাবেয়া সুলতানা আমার ভাইকে তার নানী দেখতে চেয়েছে বলে ডেকে পাঠায়। সেই মোতাবেক আমার ভাই গত শনিবার ০৬ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকার দিকে তালার বাড়ী হতে পাত্রীর নানীর বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথে মধ্যে চুকনগর পোছাইলে পাত্রী রাবেয়া সুলতানাসহ আরও ৪জন মিলে ভাইকে অপহারন করে কেশবপুর হয়ে যশোরে নিয়ে যায়। এর ১দিন পরে ৩০লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। ভাই বাড়ীতে না আসার ফলে এবং ভাইয়ের কোন সন্ধান না পাওয়ায় থানায় জিডি করতে গেলে বিভিন্ন ভাবে হয়রানী হতে হয়। অবশেষে জিডির করার পরে পিবিআই ও পুলিশের সহযোগীতায় তাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় ৩দিন পর মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে যশোর অভয়নগর হতে তাকে উদ্ধার করা হয়। এ সময় পিবিআই ও পুলিশ সদস্যদের ফাঁদে ধরা পড়ে ২জন মহিলাসহ ৫জন অপহরনকারী। তাদের স্বীকার উক্তিতে অপহরনকারীদের আটক করে আইনজীবি আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীর হাতে মাঝিসহ ৫জন আটক হয়েছে। উল্লেখ্য যে, অপহৃত আইনজীবি আবু হেনা মোস্তফা কামালকে আটক অবস্থায় ৩দিন না খেয়ে রেখেছিলেন অপহরনকারীরা। তবে পাত্রীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে ৷ এ বিষয়ে তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল সত্যতা স্বীকার করে বলেন, পিবিআই যশোর ও বাংলাদেশ পুলিশ অভয় নগর থানার একান্তিক প্রচেষ্ঠায় আইনজীবি আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধারসহ অপহরন কারীদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছে।।


আপনার মূল্যবান মতামত দিন: