মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪১

ছবি সমসাময়িক
  মণিরামপুর প্রতিনিধি।। মণিরামপুরে ‘রাইটস যশোর’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রকল্পের আওতায় উপজেলা প্লাটফরম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় মণিরামপুর পাবলিক লাইব্রেরির হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক ও মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হক। রাইটস যশোরের প্রজেক্ট অফিসার প্রণব ধরের পরিচালনায় এ শেয়ারিং সভায় বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মণিরামপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর গীতা রানী কুন্ডু, কাউন্সিলর পারভীনা বেগম, শিক্ষক আব্দুল কাদের, ইউপি সদস্য রওশন আলী, নারী নেত্রী লাভলী বেগম, শিক্ষার্থী মিতা খাতুনসহ প্রমুখ। সভায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের কাজকে সামনের দিকে এগিয়ে নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: