বারোবাজারে সড়ক দুর্ঘটনায় মণিরামপুরের দুইজন নিহত ॥ এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০২

ছবি সমসাময়িক
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।। যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজারে দুর্ঘটনায় মণিরামপুরের দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার শ্যামকুড় গ্রামের বাবর আলী বাবুর স্ত্রী শিলা বেগম (৩৫) ও বাবুর ভাই খালেদুর রহমান টিটোর মেয়ে খাদিজা খাতুন (৮)। তাদের পরিবারে এখন শুধুই স্বজন হারানোর বেদনা। বৃহস্পতিবার সকালে তাদের বাড়ীতে জড়ো হন আশপাশের কয়েক গ্রামের নারী-পরুষ। স্বজনহারা পরিবারকে সান্তনা দিতে ছুটে আসেন তারা। এ সময় কান্নার রোলে ভারি হয় আকাশ-বাতাস। মর্মান্তিক এ দুর্ঘটনা কিছুতেই যেনো মেনে নিতে পারছেন না তারা। বুধবার শিলা বেগম তার দেবরের মেয়ে খাদিজাকে নিয়ে বাসে চড়ে শৈলকুপা উপজেলার খন্দপবাড়িয়া গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বারোবাজারের আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে গেলে এক মোটরসাইকেল চালককে বাঁচানোর চেষ্টা করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যায়। এতে শিলা বেগম ও খাদিজা খাতুন নিহত হন। তাদের মরদেহ বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ গ্রামে আনা হয়। বাস দুর্ঘটনায় চাচি-দেবরঝির মৃত্যুর খবরে শ্যামকুড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবর আলী বাবু বলেন, বুধবার দুপুর একটার দিকে খাদিজাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন আমার স্ত্রী শিলা বেগম। খবর পেয়ে তাঁদের খোঁজ করার চেষ্টা করি। সন্ধ্যায় খবর নিয়ে জানতে পারি তারা খন্দপবাড়িয়ায় যাননি। পরে আমি ও আমার ভাই টিটো তাদের উদ্দেশে বের হই। প্রথমে যশোর সদর হাসপাতালে খোঁজ নিয়ে তাদের সন্ধান মেলাতে পারিনি। পরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিলা ও খাদিজার লাশ শনাক্ত করি। বৃহস্পতিবার যোহর বাদ তাদের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক নির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মূল্যবান মতামত দিন: