মনিরামপুরের মেধাবী ছাত্র ইমন'কে বাঁচতে শারীরিক প্রতিবন্ধী বাবার আকুতি: সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৫০

ছবি সমসাময়িক
 

বিশেষ প্রতিনিধি।।

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের জামাই হিসাবে পরিচিত শারীরিক প্রতিবন্ধী মোঃ শুকুর আলীর সন্তান মোঃ ইমন হোসেন (১৫) হার্টে পানি জমাসহ গলাই ৮ থেকে ১০ টি টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্য হাসপাতালে ভর্তি রয়েছেন আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় তার চিকিৎসা করা সম্ভব হচ্ছেনা। হাসপাতালে থাকা কর্তব্যরত ডাক্তার বলেন, তাকে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন তা না হলে তাকে বাঁচানো সম্ভবনা। ডাক্তারের মুখে এমন কথা শুনে ভেঙে পড়েছে তার অসুস্থ্য মা-বাবা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন সকল জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবান মানুষের। শ্যামকুড় গ্রামের জামাই শুকুর আলী একজন শারীরিক প্রতিবন্ধী তার বয়স প্রায় (৫৫) বছর তার স্থায়ী নিজস্ব কোন সম্পদ না থাকাই সে আশ্রয় নিয়েছেন শ্যামকুড় গ্রামের তার শুশুর বাড়ি অন্য কারো জায়গাতে ছোট্ট একটি টিনের ঘর বেঁধে করছেন জীবন যাপন। কোনো সময় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তারা এমন বেহাল অবস্থায় ছেলের চিকিৎসা সে করবে কি করে সেটা ভেবে ভেঙে পড়েছেন তারা। মানুষ মানুষের জন্য আমরা পারি শুকুর আলীর শেষ সম্পদ তার সন্তান ইমনের পাঁশে দাড়াতে হাঁসি ফুটাতে পারি আবার তাদের মুখে তার চিকিৎসার জন্য আমরা সার্ধমত তার পাশে দাঁড়াই। জানিনা কোন অসিলাই মহান সৃষ্টিকর্তা আমাদের দানকে কবুল করে আমাদের সকলকে ক্ষমা করে দেয়। যদি কোনো সহৃদয়বান ব্যাক্তিগন তাকে সহায্য করতে চান দয়া করে এ নাম্বারে যোগাযোগ করবেন এটা কোনো বিকাশ নাম্বার নয় আপনার ফোন পেয়ে আমরা আপনার সাথে যোগাযোগ করবো-০১৯৪৪ ৫৫৮৮১৯ মোঃ ইকরামুল হোসেন, মনিরামপুর যশোর,। পোস্টটি সকলকে শেয়ার করার বিশেষ ভাবে অনুরোধ রইল, হতে পারে আপনার শেয়ার করা পোস্টে পড়তে পারে কোনো বিত্তবানের নজর এবং হাঁসতে পারে একটি ভাঙা পরিবার।


আপনার মূল্যবান মতামত দিন: