খুলনায় কয়লা বোঝাই কার্গোডুবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৬

ছবি সমসাময়িক
 
কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।।
খুলনার মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (শনিবার) মধ্যরাতে মোংলা বানিয়াশান্তা এলাকার পশুর নদীতে অপর একটি কার্গোর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত কার্গোটির মাস্টার ওসমান জানান, গতকাল রাতে পশুর নদীর হারবারিয়া থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিল কার্গোটি। এটি মোংলার বানিয়াশান্তা এলাকায় পৌঁছলে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এসময় জাহাজে দায়িত্বরত সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। তারা জানায়, কার্গোটি নদীর মুল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচলে কোন বিঘ্ন ঘটছে না। এ বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর বলেন, আসলে ঘটনাটি কি ঘটেছিল তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: