অভয়নগরে রাস্তার জায়গায় স্থাপনা নির্মাণ করে পথ আটকালো ইউপি সদস্য- মোঃ হাকিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১ ১১:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১ ১১:৪০

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোরের অভয়নগরে সরকারি রাস্তার জায়গায় স্থাপনা নির্মাণ করে অন্যের পথ আটকালো উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাকিম। সরজমিনে গিয়ে জানা যায়, ২ নং ওয়ার্ডের শাহীন পাড়া খড় বটতলা এলাকায় ৫৮ নং শংকরপাশা মৌজার ১ নং খাস খতিয়ানে রাস্তাসহ দুপাশে ৬২ ফুট চওরা খাস জমি রয়েছে তবে বর্তমান সেখানে ১০ ফুট চওরা একটি রাস্তা রয়েছে রাস্তার জন্য নির্ধারিত বাকী জায়গা পরিত্যক্ত অথবা রাস্তার পার্শ্ববর্তী জমির মালিক সেটা ভোগ দখল করছে, তবে ওয়ার্ড মেম্বর হাকিমের রাস্তার পার্শ্বে জায়গা না থাকা সত্তেও তিনি প্রভাব খাটিয়ে রাস্তার পরিত্যক্ত জায়গা দখল করে একটি স্থাপনা তৈরি করছে এতে করে বিপাকে পরেছে রাস্তার পার্শ্ববর্তী জমির মালিক মোঃ তৌহিদুল। ভুক্তভোগী তৌহিদুল জানান, রাস্তার জমি শেষে আমার জমি বর্তমানে রাস্তার জন্য এত জমি না লাগার কারনে জায়গাটা ফাঁকা পড়ে ছিল। মেম্বর সাহের হটাৎ আমার জমির সামনে ফাকা জায়গায় স্থাপনা তৈরি শুরু করেছে এখন আমি বিপাকে পরেছি মেম্বরের স্থাপনার কারনে আমার জমি থেকে রাস্তায় উঠা সম্ভব হবে না। আমি নির্মাণ কাজে বাঁধা দিলে মেম্বর আমাকে ডেকে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে একটা সালিশ বৈঠক বসিয়ে যে রায় দেন সেটা সম্পুর্ণ বেআইনি। সে রায়ের মেম্বর নিজের স্বার্থ হাসিল করতে চাচ্ছে মাএ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন বলে, তৌহিদুল ও হাকিম মেম্বর তারা চাচা ভাতিজা তাই তাদের বিষয়ে আমরা কোন কথা বলতে চাচ্ছিনা। এ বিষয়ে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বিষয়টা আমি শুনেছি। সরকারি রাস্তার জায়গা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারে না এটা সম্পুর্ন বেআইনি, আমি বিষয়টা দেখব। জনপ্রতিনিধি হয়ে কারও সমস্যার কারন হওয়া এটা কাম্য না।


আপনার মূল্যবান মতামত দিন: