ডিমলায় ব্যাংক এশিয়া লিঃ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ০২:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ০২:০০

ছবি সমসাময়িক
  হাছানুর রহমান, নীলফামারী।। বাংলাদেশ সরকারের সঙ্গে লিংক হওয়ার ধারাবাহিকতায় নীলফামারীর জেলার সকল ইউনিয়ন পরিষদের তথ্য সেবায় ব্যাংক এশিয়া স্হাপন করা হয়। এরই সূত্র ধরে নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ ডালিয়া নতুন বাজার ব্যাংক এশিয়া লিঃ এজেন্ট ব্যাংকিং ইউনিট -২ এর শুভ উদ্বোধন করা হয়। ২১মার্চ রবিবার বিকালে ডালিয়া নতুন বাজারে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে, ব্যাংক এশিয়ার যাবতীয় কর্মকান্ডর উপর বক্তব্য রাখেন খালিশা চাপানি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন,সহ সভাপতি তামজিদুর রহমান তামজিদ, সাধারন সম্পাদক আখতারুজ্জামান আকুল চৌধুরী, ছোট খাতা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বজলার রহমান, সাবেক চেয়ারম্যান সামসুল হক হুদা, ইউপি সদস্য রমজান আলী, আব্দুস সালাম, মমিনুর রহমান,জগদিশ চন্দ্র রায়, ওবায়দুল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধ শহিদার রহমান, শেখ ফজিলাতুন্নেছা মহাবিদ্যালয় প্রভাষক মনিরুজ্জামান স্বপন প্রমূখ। এতে আমন্ত্রিণত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিজিওনাল ম্যানেজার ব্যাংক এশিয়া রংপুর মাইনুল ইসলাম, জেলা ব্যবস্থাপক উজ্জল আলী, ডালিয়া নতুন বাজার ব্যাংক এশিয়া ইউনিট -২ ব্যবস্হাপক গোলাম আজম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক শফিকুল ইসলাম(লেবু)। উল্লেখ্য, আলোচনা শেষে সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন ঘোষনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: