মণিরামপুরে এস এম ইয়াকুব আলীর পক্ষে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ১৪:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ১৪:২৩

ছবি সমসাময়িক
  দৈনিক সমসাময়িক ডেস্ক।। ‘আমাগে দেশে যদি ইয়াকুবীর মোতন হাজার হাজার মানষির জন্ম হতো। তাহলে আমাগে দুঃখ-দূর্দশা থাকতো না, আল্লাহ যেন এই রকম মহান মানষির জন্ম দেয়’- সোমবার হুইল চেয়ার প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলছিলেন উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামের সড়ক দূর্ঘটনায় আহত আয়েশা বেগম। যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে আর্থিক সহয়তা, শিক্ষা-উপকরণ সহায়তা, সেলাই মেশিন, হুইল চেয়ার এবং গৃহ-নির্মাণ করে থাকেন। তারই অংশ হিসেবে এস এম ইয়াকুব আলীর পক্ষে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিপন হোসেন, আতিয়ার রহমান প্রমুখ। উল্লেখ্য, অনুমান ৪/৫বছর আগে উপজেলার ভরতপুর উত্তর পাড়া গ্রামের মৃত রমজান সরদারের স্ত্রী আয়েশা বেগমসহ একই পরিবারের ৩জন সড়ক দূর্ঘটনার শিকার হয়। এতে আয়েশা বেগমের দুটি পা অকেজো হয়ে পড়ে। সেই থেকে তিনি ঠিকমত চলাফেরা করতে পারে না, সবসময় বিছানায় শুয়ে কষ্টে দিনাতিপাত করছিলেন। অবশেষে তার এই কষ্ট ঘুচালেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। বর্তমানে আয়েশা বেগম হুইল চেয়ার পেয়ে এখন ঠিকমত চলাফেরা করতে পারছেন এবং তিনি খুবই আনন্দিত। খাঁনপুর গ্রামের শফিয়ার রহমান বলেন, আর্তমানবতার সেবা করে যাচ্ছন আমাদের ইয়াকুব সাহেব। অসহায় ও দরিদ্রদের মাঝে সবসময় তাকে পাওয়া যায়। তিনি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ, কখনোবা গৃহীনদের মাথাগোঁজার ঠাঁই নির্মাণ করে দিচ্ছেন। এমনই একজন সমাজসেবক দেশ ও জাতীর জন্য মডেল হতে পারে। এস.এম ইয়াকুব আলী বলেন, সমাজের অসহায় ও হত-দরিদ্রদের জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগে। আমি এসকল মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মূল্যবান মতামত দিন: