মণিরামপুরে স্বরুপদাহ গ্রামে বিদ্যুৎস্পর্শে লাখ টাকার ষাঁড়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ১৬:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২১ ১৬:৫৮

ছবি সমসাময়িক
  আতিয়ার রহমান,মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মণিরামপুর পৌর শহরে বিদ্যুৎস্পর্শে আনোয়ার হোসেন নামে এক খামারির একলাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। রোববার (২১মার্চ) দিবাগত মধ্যরাতে পৌরশহরের স্বরুপদাহ গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে। পোল্টিখামারে ক্ষতিগ্রস্থ হয়ে তিনি গরু পালন শুরু করেন। আনোয়ার হোসেন বলেন, গোয়ালে আমার তিনটি ও ছোটভাই শফিয়ার রহমানের দুইটি গরু ছিল। গরুর খাবারের পাত্রর উপর বিদ্যুতের বাতি জ্বলছিল। রাত একটার পরে কোন এক সময় বড় ষাঁড়টি শিং দিয়ে বাতিতে আঘাত করে। তখন বাতি ভেঙে তার গায় পড়ে। ভোরে উঠে দেখি বিদ্যুতায়িত হয়ে ষাঁড়টি মরে পড়ে আছে। সোমবার সকালে লাখ টাকা মাটিতে পুঁতে এসেছি। ষাঁড়টির দাম একলাখ ২০ হাজার টাকা হবে। এ বিষয়ে এলাকার সকলের মুখে মুখে হয়ে গেছে এবং পৌর কাউন্সিলর মোঃ আদম আলী বলেন,এটা খুবই দুঃজনক ঘটনা । এ বিষয়ে পশু অফিস উপজেলা প্রসাশন যদি আর্থিক সহোযোগিতা করেন তাহলে ভুক্তভোগী আনোয়ার দুই মেয়ে ও স্ত্রী নিয়ে আবার সাভাবিক ভাবে হয়ে উঠবে।তার বন্ধু আমিনুর বলেন,আমার বন্ধু আনোয়ার মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: