
কে.এম আলী: কর্মদক্ষতায় বিশেষ পুরস্কার পেয়েছে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি'র) দুটি টিম। ১২ আগস্ট (বৃহস্পতিবার) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ জেলা গোয়েন্দা শাখা'র টিম-১ ও ৪ এবং পুলিশ মিডিয়াসেল যশোরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
উভয় টিমের সদস্যদের হাতে পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার তুলে দেন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি) জনাব মোহাম্মদ জাহাংগীর আলম। পুরস্কার বিতরণের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: