চট্টগ্রাম সংবাদ সম্মেলনে শারদীয় দুর্গোৎসবে ৪ দিনের ছুটিসহ ১২ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০ ১৫:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০ ১৫:৪৮

ছবি সমসাময়িক
  মোঃ রিয়াজ উদ্দীন ; চট্টগ্রাম।।

শারদীয় দুর্গোৎসবে চারদিনের সাধারণ ছুটি ঘোষণাসহ বার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখা। মঙ্গলবার ২০ অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নেতারা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক এড. নিখিল কুমার নাথ। লিখিত বক্তব্যে এড. নিখিল কুমার নাথ বলেন, এ বছর বিশ্ব মহামারীর কারণে ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই চট্টগ্রাম উত্তর জেলা ৭টি উপজেলা ও ২টি থানা পর্যায়ে ৭৬৯টি পূজামণ্ডপে স্বাস্হ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ছয়দিনের এই দুর্গোৎসব‌ই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সংবাদ সম্মেলনে ৪ দিনের সাধারণ ছুটি ঘোষণাসহ ১২ দফা দাবি জানান তারা। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, নটু কুমার ঘোষ ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. চন্দন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি শ্রী অমৃত লাল দে, উওর জেলা সাবেক সাধারণ সম্পাদক এড. শংকর প্রসাদ দে, সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব চৌধুরী, চট্টগ্রাম উওর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী সমীর চন্দ্র পাল, সহ-সভাপতি শ্রী গণপতি ভৌমিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শ্রী পরিমল দেব, চট্টগ্রাম উওর জেলা যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী এিদীপ সাহা, চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী রুপক কান্তি দেব, শ্রী লিপটন দেব নাথ লিপু, এড. সুমন কান্তি আচার্য, শ্রী অঞ্জন দে, শ্রী লিংকন তালুকদার, শ্রী সত্যজিৎ দাশ, শ্রী রনজিৎ চন্দ্র নাথ, শ্রী বিকাশ নাথ, সাংবাদিক সুমন কুমার দেসহ অন্যান নেতৃবৃন্দরা।




আপনার মূল্যবান মতামত দিন: