সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী খান তৌহিদুজ্জামান রাতুলের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০ ০৯:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০ ০৯:২৫

ছবি সমসাময়িক

অফিসিয়াল ডেস্ক।। 

বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে এখন হেমন্তকাল নীলাকাশ বিদায় নেয়া শরৎ সবুজ জমিনে জ্যোতির্ময়ী, অপরূপা, সুখদায়িনীর ভিতর দিয়ে মা দুর্গা আসছে। তবে প্রবাসে এখন শরৎ নয়, বসন্তকালও নয় । তবুও প্রবাসী বাঙ্গালী, বিদেশী, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি। আমি খান তৌহিদুজ্জামান রাতুল আপনারা আমার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া উইনিয়ানে সাবেক চেয়ারম্যান মরহুম খান সাঈদুজ্জামান লালু ছেলে ও যশোর -৫ মনিরামপুরের সাবেক সংসদ প্রয়াত অ্যাডভোকেট খান টিপু সুলতানের ভাইপো। আমি আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। আগামীতে দল যদি আমাকে মনোনীত করে নৌকা প্রতিক দেয় তাহলে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচন করবো। এবার আমার নিজের এলাকার বিভিন্ন মন্ডপে আমার যাওয়ার ইচ্ছে রয়েছে। বরাবরের মতো এবারও মন্ত্রী, এমপি, মেয়র, কাউন্সিলর বা আপামর জনগণ এই পূজায় অতিথি হয়ে আসবেন। আমি হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও সবাইকে তাদের বন্ধু বান্ধব সহ পূজায় আমন্ত্রণ জানাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে। সার্বজনীন দুর্গা মায়ের ডাকে আপনারা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে অংশ নিয়ে সমাজের কৃস্টি ও কালচারাল ডাইভারসিটি উপভোগ করুন। এতে করে সভ্যতা ও সংস্কৃতির আদান প্রদান হবে এবং এ সংক্রান্ত কোন বিরূপ ধারণা থাকলে তা দূরীভূত হবে। সংঘাতময় এ পৃথিবীতে যে দানব ও অসূর মাথা চারা দিয়ে উঠেছে মা দুর্গার আগমনে সেটা বিলোপ হবে। মা তার সন্তানদের যেমন উদ্দীপ্ত ও প্রাণীত করেন তেমনি আতঙ্ক থেকে উদ্ধারও করেন তার অভয়বাণীতে। সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা।


আপনার মূল্যবান মতামত দিন: