
মোঃ মানছু্র রহমান (জাহিদ): "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত হয়েছে ৷
শনিবার(০৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) এর সংসদ সদস্য এ্যাড, মুস্তফা লুৎফুল্লাহ, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস,৷
সমবায় সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঘোয় সনৎ কুমার, সহকারী কমিশনার ভূমি এসএম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান৷ পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা, উপজেলা প্রশাসন ও তালা সমবায় বিভাগের আয়োজনে আরও উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, আইডিআল সমবায় সমিতির সভাপতি ইন্দ্রজিত দাশ বাপী,রায়পুর জনকল্যান সমিতির সম্পাদক উত্তম কুমার ঘোষ, সমবায় অফিসের ফ্যাসালিটর মোঃ আরিফুজ্জামান, মোঃ শরিফুল ইসলাম,কম্পিউটার অপারেটার হেমন্ত কুমার ঢালী, অফিস সহায়ক ইয়াছিন আলীসহ বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ, সুশিল সমাজের ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন ৷
উল্লেখ্য যে, ৬০৫টি সমবায় সমিতির মধ্য হতে বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতিকে সম্মামনা স্বারক প্রদান করা হয় ৷ সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় ৷ কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয় ৷

আপনার মূল্যবান মতামত দিন: