
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, মাগুরা শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী মোছাঃকোকিলা খাতুন। (কমন জেন্ডার) হলেও মহিলা আসনের সদস্য পদপ্রার্থী মোছাঃকোকিলা খাতুন মাগুরা জেলা শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন পরিষদ এর সিমাখালী, পাচকাউনিয়া, হরিশপুর (৪.৫.৬) তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদশ্য পদপ্রার্থী। তৃতীয় লিঙ্গের এই দক্ষতা সম্পন্ন প্রার্থীর আশা নয় বিশ্বাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪/৫/৬ নং ওয়ার্ডের জনগণের দোয়া ও ভালোবাসার নির্বাচিতা হলে অন্য সংরক্ষিত মহিলা প্রার্থী থেকে তার কাজের ধরণ থাকবে ভিন্ন, গত করোনাকালী সময় তার নমুনা জনসুত্রে থেকে জণগন উপলব্দি করতে পেরেছে।
এদিকে ককিলা খাতুন মাগুরার শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়নের (৪/৫/৬) নং ওয়ার্ডের জনগণের মধ্যে রিতিমত আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককিলা খাতুন, নির্বাচনে ককিলাকে জনগণ ও তার সহকর্মীরা যেভাবে সহযোগিতা করছে তাতে করে জনমনে প্রশ্ন উঠেছে অনেক ভোটের ব্যবধানে তুমুল জনপ্রিয়তা নিয়ে ২৮ তারিখের ভোটে বাংলাদেশের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত স্থাপনকারিণী হবেন এই সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদশ্য।
মোছাঃ ককিলা খাতুন দৈনিক সমসাময়িক কে বলেন, আমি ইতিমধ্যে জনতার কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি জনগণের কাছে চিরঋনী, মহান আল্লাহ রব্বুল আলামিন সহয় থাকলে যেভাবে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন উন্নত এবং মডেল ইউনিয়ন হচ্ছে আমার নির্বাচনী এলাকায় সমুদয় কাজের মধ্যদিয়ে নিজের উপর অর্পিত দায়িক্ত ইনশাল্লাহ পালন করবো। এবং সুযোগ পেলে আমার প্রাণপ্রিয় তৃতীয় লিঙ্গের সমস্ত দেশের কর্মীর সুখে-দুখে নিরালসভাবে কাজ করবো।
৪ নং ওয়ার্ডের ভোটার শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচিত হলে বাংলাদেশে এটা একটা বিরল নজির স্থাপন হবে, তাই এবারের ভোটটি ককিলা আপাকে দিয়ে কমনজেন্ডারের প্রতি আমাদের ভালবাসা বহিঃপ্রকাশ দেখাতে চাই, শুধু আমি নয় তিনটা ওয়ার্ডেই ককিলা আপা এই ইউনিয়ন পরিষদ ভোটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: