চিরিরবন্দরে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১ ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১ ১৩:৫৫

ছবি সমসাময়িক
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গত শনিবার (৬ নভেম্বর) সকালে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের সভাপতিত্বে ও আবু হাসনাত শাহ ডন এর সঞ্চালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, চিরিরবন্দর থানার পক্ষে এস আই তাজুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক সমবায়ী সদস্য উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল।


আপনার মূল্যবান মতামত দিন: