বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে বকুলতলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০৬

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০৬

ছবি- সমসাময়িক ফটো।

আজ অমর একুশে ফেব্রুয়ারি। চেতনাকে শানিত করার দিন। মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। চেতনায় শপথ নেয়ার দিন। অন্যায়ের কাছে মাথা নত না করার জন্য শপথ নেয়ার দিন। আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকালে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার বকুলতলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলার সাংবাদিকরা সকল শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএমএসএসের খুলনা বিভাগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যশোর জেলার সভাপতি মোঃ নাসিম রেজা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, শেখ আমিরুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ হাফিজুর রহমান জনি, মোঃ মাসুদুর রহমানসহ আরও অনেকে। উল্লেখ্য যে আজ থেকে
৭১ বছর আগের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিলেন রাজপথে। বুকের তাজা রক্তে বসন্তের রাঙা ফুলের মতোই রাঙিয়ে দিয়েছিলেন বাংলার রাজপথ। মাতৃভাষার দাবিতে আত্মদানের এক অভূতপূর্ব অধ্যায় সেদিন সংযোজিত হয়েছিল মানব ইতিহাসে। আজ মঙ্গলবার সেই অনন্য স্মৃতিধন্য দিন, আত্মদানের গৌরবের দিন। আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ আরো অনেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সে দিন।একুশ বাঙালীর অত্মমর্যাদা প্রতিষ্ঠার শিরোনাম। যে একুশের পথ ধরেই আসে বাঙালীর স্বাধীনতা



আপনার মূল্যবান মতামত দিন: