রক্ষণশীল প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০ ০৯:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০ ০৯:০১

ছবি সমসাময়িক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয় রাজনৈতিক সব কর্মসূচিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন। দেশের অর্থনীতি, অভিবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর আইন, নাগরিক অধিকার এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবারের নির্বাচনে প্রধান রাজনৈতিক ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প সুচতুরভাবে এসব রাজনৈতিক বিতর্ককে আড়াল করে নিজেকে সংবাদ শিরোনামে রাখছেন ভিন্ন সব ইস্যু নিয়ে। এভাবে রক্ষণশীলতাকে উসকে দিয়ে আধুনিক পশ্চিমা বিশ্বের রক্ষণশীল রাষ্ট্রনায়ক হতে চান ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন। এ নিয়ে তাঁর নিজের দাবি যুক্তরাষ্ট্রের অধিকাংশ লোকজনই বিশ্বাস করে না। প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে। ডিসেম্বরের মধ্যে এ মৃত্যুর সংখ্যা তিন লাখের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নেমেছে। গত মার্চে শুরু হওয়া লকডাউনের পর যুক্তরাষ্ট্র অপ্রত্যাশিত এক অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। ফেব্রুয়ারিতে নগর বন্দরে কর্মখালির বিজ্ঞাপন ঝুলছিল। কর্মী সংকট নিয়ে উদ্বেগে ছিল মার্কিন প্রতিষ্ঠানগুলো। মাত্র ছয় মাসের ব্যবধানে পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। দেশে এখন প্রায় তিন কোটি লোক বেকার। এসব কর্মহীন লোকের জীবন জীবিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাঞ্চল্য জড়িত। সব এখন থমকে আছে।



আপনার মূল্যবান মতামত দিন: