৭১’র এবং ৭৫’র পরাজিত শত্রুরা আগস্ট মাস টার্গেট করেই ষড়যন্ত্র করে মণিরামপুরে আওয়ামী লীগের শোকসভায় বক্তারা

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৯:৪৮

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৯:৪৮

ফাইল ফটো

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর(যশোর):
৭১’র এবং ৭৫’র পরাজিত শত্রুরা আগস্ট মাস টার্গেট করেই ষড়যন্ত্র শুরু করে। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। যারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চাই তারা দেশ ও জনগণের শত্রু। এই ষড়যন্ত্রকারিদের ব্যাপারে বঙ্গবন্ধুর সৈনিকদের সজাগ থাকতে হবে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭-তম শাহাদাৎ বার্ষিকীর শোক সভায় বক্তরা এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু সভাপতিত্ব করেন।
তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী, শ্রমিক লীগের আহবায়ক বাবুল করিম বাবলু, আওয়ামী লীগ নেতা অসিত দেবনাথ, মিকাইল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, সাবেক ছাত্রনেতা কাজী টিটো, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা গোপাল মল্লিক, অনন্ত দেবনাথ, তপন বিশ্বাস পবন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান, হরিদাসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপদ ভঞ্জন পাঁড়ে, ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, এসএম ফারুক হুসাইন, গাজী মাযহারুল আনোয়ার, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম মিলন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, চাকলাদার আবুল বাশার, বাবুল আক্তার, জিয়াউর রহমান, শ্রমিকলীগ নেতা আলতাফ হোসেন, উপজেলা মহিলালীগের সভাপতি গীতারানী পাঁড়ে, সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার, পৌর কাউন্সিলর বাবুল আক্তার, যুবলীগ নেতা শিপন সরদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফজলুর রহমান, ফহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক রমেশ দেনাথ, যুগ্ম সাধারন সম্পাদক এসএইম বাপ্পী হুসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভাশেষে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: