দক্ষিণ জেলা জাপা উদ্যােগে সংবিধান সংরক্ষণ দিবস পালন

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ১০:৩১

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ১০:৩১

ফাইল ফটো

চট্টগ্রামপ্রতিনিধিঃ-৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে দক্ষিণ জেলা জাতীয় পার্টি। কেন্রীয় কর্মসূচি অংশ হিসেবে দক্ষিণ জেলা জাতীয় পার্টি দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া দলীয় অস্থায়ী কার্য়লয়ে জেলা জাপা'র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার নুরুল ইসলামের সভাপতিত্বে পৌর জাপা'র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাপা'র যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার রণি, দিদারুল আলম ফজু, আলী আকবর চেয়ারম্যান, রফিক চেয়ারম্যান, ফরিদ আহমদ চৌধুরী, সেলিম চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, ডাক্তার খোরশেদ আলম, ফয়জুল কবির চৌধুরী টিটু, আবদুস সাত্তার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম মজুমদার, মাহবুবুর রহমান, মনির চেয়ারম্যান, নেজাম সওঃ, মোঃ ফরিদ, আবু তাহের, জসিম উদ্দিন বাবর, নুরুচ্ছফা, রাজিব চৌধুরী, মিলন মেম্বার, শফি মেম্বার, রঞ্জিত ভট্টাচার্য কালু, মোঃ হারুন,শেখ জাহাঙ্গীর, বিকাশ মিএ, দিদারুল আলম, নুরুল ইসলাম, সাহাব মিয়া, ছৈয়দুল আরফীন প্রান্ত, মোরশেদ, ইউসুফ, আজাদ,আবছার,রফিক, ইদ্রিস,জেলা ছাএসমাজ আহবায়ক এম এন জসিম, যুগ্ম আহবায়ক ইয়াসিন খান, ডাক্তার কামাল প্রমুখ।-- সভায় বক্তারা বলেন,জাপা'র চেয়ারম্যান জিএম কাদের এমপি কে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা আদালতের আদেশ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে বলেছেন, জাতীয় পার্টির অগ্রযাত্রাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টি চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি’র নেতৃত্বে জাতীয় পার্টির নেতা কর্মীরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতা কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।




আপনার মূল্যবান মতামত দিন: