বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর সাথে শুভেচ্ছা বিনিময়

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ ০৬:১৩

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩ ০৬:১৩

ফাইল ফটো

প্রায় ২০ বছর পর আজ খুলনায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে যাত্রাকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে কিছুসময় অবস্থান করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার (২৩ জানুয়ারী) রাতে যশোর হতে খুলনায় যাওয়ার পথে রূপদিয়া বাজারে নেমে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ইউপি কার্যালয়ে অবস্থান করেন। এসময় উপস্থিত ছিলেন ও তাঁর সফরসঙ্গী হিসেবে খুলনার সম্মেলনে অংশগ্রহণ করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতা মোঃ রাজু আহম্মেদ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের অবস্থানকালীন সময়ে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, দেশ গড়ার কারিগর হিসেবে বঙ্গবন্ধু যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। দেশ গড়ার কারিগর হিসেবে যুবলীগ ১৯৭২ সাল থেকে কাজ করে যাচ্ছে। আমরাতো শুধু রাজনীতি করি না। আমরাতো কর্মও করি। আমরা যেখানেই কর্ম করি না কেন সেখান থেকেই আমরা মানুষের কাজে লাগতে পারি। যেমন আমি ব্যবসা করি, সেখানে শ্রমিক আছে আমরা তাদের কল্যাণে কাজ করি। আমার উপার্জিত অর্থ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য কাজ করি। যুবলীগের কাজটা শুধু রাজনীতিতে নয়, মানুষের কল্যাণেও যুবলীগ কাজ করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে খুঁজতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে বলেছিলেন। আমরা সেই সোনার ছেলে খুঁজছি। যাতে দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করতে পারে। প্রধানমন্ত্রীও চাচ্ছেন, সব শ্রেণী পেশার যুবকই সোনার ছেলে হিসেবে গড়ে উঠুক।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে কাজ করবে আওয়ামী যুবলীগ। সংগঠনটি হবে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন। সে লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে সারাদেশের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে সাবেক ছাত্রনেতা সহ স্বচ্ছ ভাবমূর্তির তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে যেমন সোনার মানুষ প্রয়োজন, যুবলীগের নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক তেমন মানুষই বাছাই করা হচ্ছে।




আপনার মূল্যবান মতামত দিন: