যশোরের রাজারহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৬

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৬

ছবি- নিউজ প্রতিনিধি।

যশোরের রাজারহাটে বিএনপি-জামাত চক্রের অপরাজনীতি, দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস-নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার ফতেপুর, রামনগর, কচুয়া ও রামনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্ল্যা ও আবুল কাশেম বিশ্বাস, যশোর জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মুকুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি জানান দিতে আজ দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যা বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনগণকে সজাগ থাকার আহাবন জানান। এছাড়াও দলের নেতা-কর্মীদের সবকিছু ভূলে সমস্ত গ্রুপিং সমস্ত কিছুর উর্দ্ধে গিয়ে সকল কষ্ট-দুঃখ ভূলে গিয়ে সকলকে একত্রিত হয়ে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করা আহবান জানান




আপনার মূল্যবান মতামত দিন: