মণিরামপুর শহীদ মিনারে প্রভাত ফেরিতে লাভলু'র নের্তৃত্বে জনতার ঢল

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২৭

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২৭

ছবি- নিউজ প্রতিনিধি।

যশোরের মনিরামপুর উপজেলায় মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরির কার্যক্রম শুরু হয়। মনিরামপুর উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি জননেতা আমজাদ হোসেন লাভলু নের্তৃত্বে প্রভাত ফেরির র‌্যালি শুরু হয় গরু হাটা মোড় থেকে। র‍্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে। মনিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ সহ ১ মিনিট নীরাবতার মধ্যমে সকল শহীদের প্রতি মিনাস্র শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ সহ অজ্ঞ সংগঠনের নের্তৃবিন্দু এসময় শপথ বাক্য পাঠ করান জননেতা আমজাদ হোসেন লাভলু। মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি এর সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদ দের আত্যার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান হয় মনিরামপুর গরু হাটা মোড়ে।এসময় প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু,শ্রমিক লীগ নেতা বাবুল করিম বাবলু, শ্রমিক লীগ নেতা আব্দুল লতিফ সহ আরো অনেকে। শহীদ দের আত্যার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোওলানা মো শামসুল আলম।দোয়া শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: