২৫ মার্চ ফখরুল সাহেব আপনি কোথায় ছিলেন প্রশ্ন আমজাদ হোসেন লাভলুর

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ০২:০২

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ০২:০২

ছবি- সমসাময়িক ফটো।

যশোরের মনিরামপুর উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বিকালে গরুহাটা মোড়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগ লীগ এর আয়োজনে মনিরামপুর উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি বাবুল করিম বাবলু এর সভাপতিত্বে তরুন ছাত্রলীগ নেতা রাজা এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু। উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আরো ছিলেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জি এম মজিদ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রীতা রানী পাড়ে,সাবেক ছাত্রলীগ নেতা স্বন্দীপ ঘোষ , উপজেলা যুগ্ন আহবায়ক শ্রমিক লীগ নেতা আব্দুল লতিফ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি , । কুলটিয়া ইউনিয়ন এর সাধারণ সম্পাদক প্রমা চ্যাটার্জি সহ উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে জননেতা আমজাদ হোসেন লাভলু বলেন বঙ্গবন্ধুর বিকল্প স্বাধীনতা হতে পারে না। বঙ্গবন্ধু না থাকলে এদেশ স্বাধীন হত না। বিএনপির মহাসচিব ফখরুল সাহেব কে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফখরুল সাহেব হিসাব পান না দেশ যখন শাসন হচ্ছিল পাকিস্তান দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছিল পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা মানুষের বুক যখন রক্তে রঞ্জিত হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন। বাঙালি জাতি তো ফখরুল সাহেবের নাম জানে না। আবার আপনি বলেন ২৫ শে মার্চ নাকি আওয়ামী লীগের ব্যর্থতার জন্য সৃষ্টি হয়েছে। ২৫ শে মার্চ গণহত্যা হয়েছে এটা স্বাধীনতা যুদ্ধের একটি অংশ। বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করে দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: