মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ঐক্যবদ্ধভাব স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ১৮:৩০

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ১৮:৩০

ছবি- নিউজ প্রতিনিধি।

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর):
আগস্ট মাস বাঙালি জাতির কলঙ্কর মাস। ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির বীরত্বগাঁথা ইতিহাস কালিমা লেপন করা হয়। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কােন দিনই স্বাধীন হতো না। সেই জনদরদী নেতাক স্বাধীনতা বিরােধী কুচক্রীমহল সপরিবারে হত্যার মাধ্যমে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। সেই শােককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরােধী শক্তিকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার বিকেলে মণিরামপুরের চিনাটােলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে আয়ােজিত আলােচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়ােজনে আহবায়ক হাজী আহাদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হােসেন।
শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় বিশষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, আওয়ামী লীগ নেতা সুব্রুত ব্যানার্জী, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘােষ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হােসেন, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আলাউদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হােসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর আইয়ুব পাটােয়ারী, কুদ্দুস, যুবলীগ নেতা শিপন সরদার, মহিলা নেত্রী আসমাতুন্নাহার, মাজেদা খাতুন, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।
শোক দিবসের আলাচেনা সভায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মােনাজাত করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: