আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আয়োজনে জাতীয় শোক দিবস, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।। | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ০৫:০১

নিউজ ডেস্ক।।
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ০৫:০১

ছবি- স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

ঢাকা থেকে : আজ ২৮শে আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাব ঢাকাতে।বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির আয়োজনে এই অনুষ্ঠান হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাব জহুরুল হোসেন চৌধুরী মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষায়ক উপ- কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি। প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব বীর- মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ -কমিটির নির্বাহী সদস্য যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।

স্মরণসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: