অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
আগামী ১৩ নভেম্বর খুলনা বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় জনসভা সফল করার লক্ষে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। #
আপনার মূল্যবান মতামত দিন: