যশোর-৬ কেশবপুর আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ ২ জনের বাতিল

অলিয়ার রহমান | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ০৩:২৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ০৩:২৯

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে  ৯০, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিনিয়র জেলা নিবর্রাচন  অফিসার মোঃ আনিসুর রহমান স্বাক্ষরিত পত্রে'র তথ্য সুত্রে জানা যায় 
৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ২ জন প্রার্থীর  মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৈধ হিসেবে বিবেচিত প্রার্থীরা হলেন,  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, জাতীয় পর্টি মনোনীত প্রার্থী জি এম হাসান, জাকের পার্টি মনোনীত প্রার্থী সাইদুজ্জামান। 

যে দুই জনের প্রার্থীতা বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম ওরফে খন্দকার আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম। প্রার্থীতা বাতিলের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে স্বতন্ত্র ১% তালিকায় সমস্যা হোসাইন মোহাম্মদ ইসলাম ও আয়কর ফরম বি ১০ জমা দেননি আজিজুল ইসলাম তবে তিনি আপিল করবেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। #




আপনার মূল্যবান মতামত দিন: