দীঘিনালায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪ ১৮:৪৮

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪ ১৮:৪৮

দৈনিক সমসাময়িক ছবি।।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।

আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আদুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সম্পাদক হাবিবউল্লাহ রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক শামসু রানা, দপ্তর সম্পাদক সুসিল চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় দীঘিনালা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: