মনিরামপুর চালুয়াহাটি ইউনিয়নে যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ১৪:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ১৪:০৫

ছবি সমসাময়িক
  উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ যশোর জেলার মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে’র মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন-চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার সভাপতি, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী সমাজসেবক এম.এম ইমরান খান পান্না। চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১নভেম্বর বুধবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধনের পর চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জি.এম মশিউর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, যুবলীগের সদস্য শহিদুল ইসলাম, আব্দুল সামাদ, আজিজুর রহমান, রাজু হোসেন, কবির হোসেন, আব্দুল কুদ্দুস, ডাঃ জিয়াউর রহমান পল্টু, জুয়েল রানা, ডাঃ ইকবল হোসেন, ইউছোপ আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় বক্তব্যে যুবলীগের সভাপতি ইমরান খান পান্না বলেন, বাংলাদেশ সৃষ্টি’র পর ১৯৭২সালে’র এইদিন যুব সমাজকে সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষে বঙ্গবন্ধুর আদর্শে ও অনুপ্রেরণায় শেখ ফজলুল হক মনি’র নেতৃত্বে যুবলীগ গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আর পিছু ফিরে তাকাতে হয়নি দেশের যুবসমাজের। মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে নিয়ে আজ যুবলীগ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: